ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারতের সাবেক এই পেসার। অর্থাৎ, আসন্ন মৌসুমে লক্ষ্ণৌর ডাগ আউটে আর দেখা যাবে না জহিরকে।
মূলত দলের মালিক সঞ্জীব গোয়েন্কা ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মতের মিল হচ্ছিল না তার। তবে লক্ষ্ণৌয়ের অধিনায়ক ঋষভ পান্তের সঙ্গে জহিরের সম্পর্ক বেশ ভালো। কিন্তু গত মৌসুমে লক্ষ্ণৌ ভালো ক্রিকেট খেলতে পারেনি। তার একটা বড় কারণ দলের বোলিং আক্রমণ।
বোলিং আক্রমণ সাজানোর দায়িত্ব ছিল জহিরের। তার পারফরম্যান্সে খুশি ছিলেন না দলটির মালিক। পরে নিজেও আর সেখানে থাকতে চাননি জহির। তাই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।
গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর জহিরকে দায়িত্ব দিয়েছিলেন এলএসজি কর্ণধার। মর্নি মর্কেল ভারতীয় দলে যোগ দেওয়ায় গত মৌসুমে লক্ষ্ণৌয়ের বোলিং কোচের দায়িত্বও সামলাতে হয় জহিরকে। কিন্তু দ্রুতই জহিরের সঙ্গে ম্যানেজমেন্টের সম্পর্ক তিক্ত হয় এবং অবশেষে দল ছাড়লেন তিনি।