ঘাড়ের চোটে ভুগতে থাকা শুভমান গিলকে ঘিরে ভারতীয় দলে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ইডেন গার্ডেনে ব্যাটিংয়ের সময় হঠাৎ ব্যথা অনুভব করার পর থেকেই তিনি মাঠের বাইরে। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন ডানহাতি এই ব্যাটার। সর্বশেষ তথ্য অনুযায়ী, গিলকে আপাতত বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে রাখা হবে, যেখানে বিসিসিআইয়ের মেডিকেল ইউনিট তার রিহ্যাব পর্যবেক্ষণ করবে।

‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বা মঙ্গলবারই গিল বেঙ্গালুরুতে পৌঁছাবেন এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন। ইডেনে চোট পাওয়ার পর তিনি দলের সঙ্গে গুয়াহাটি গেলেও মাঠে নামেননি। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই গিল মুম্বাইতে গিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য ফিজিওথেরাপি নেন। বেঙ্গালুরু যাওয়ার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চণ্ডীগড়েও গিয়েছিলেন তিনি।

বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্র বলছে, ভ্রমণে গিলের তেমন সমস্যা হচ্ছে না। গত কয়েক দিনে কলকাতা–গুয়াহাটি–মুম্বাই–চণ্ডীগড়ের সফর তিনি স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করেছেন। তবে বোর্ড এখনই তাকে খেলানোর কোনো ঝুঁকি নিতে চাইছে না। পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠের বাইরে রাখার পক্ষে বিসিসিআই মেডিকেল টিম।

বর্তমানে সেন্টার অব এক্সেলেন্সে জগিং, জিম ট্রেনিং ও হালকা কন্ডিশনিং অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে গিলকে। প্রতিদিন তার ঘাড়ের অবস্থা পরীক্ষা করা হবে—নতুন ব্যথা বা অস্বস্তি তৈরি হচ্ছে কি না, সেদিকে বিশেষ নজর রাখা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে চলতি সপ্তাহের শেষ দিকে নেটে ব্যাটিং শুরু করবেন তিনি।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। ৯ ডিসেম্বর শুরু হবে ক্রিকেট সিরিজের টি-টোয়েন্টি পর্ব। সিরিজটি সামনে রেখে গিলকে পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে, কারণ তার চোট পরিস্থিতির উন্নতি হলেও ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগতে পারে।