বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া এবারও কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ

সিলেটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে তিনি বলেন,
আমাদের সবচেয়ে বড় সমস্যা হবে, যদি দুবাইয়ের আইএল টি-টোয়েন্টির (ILT20) সঙ্গে বিপিএলের সূচি মিলে যায়। ওখানে ৯ জন বিদেশি খেলে। যদি সূচি ক্ল্যাশ না করে, তাহলে বেশি বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।

তিনি জানান, পাকিস্তানের ক্রিকেটাররা এবার এনওসি না পেতে পারেন। তবে শ্রীলঙ্কাসহ অন্য দেশের খেলোয়াড়রা সেই জায়গা পূরণ করতে পারেন।

ফারুক বলেন,
পাকিস্তানিরা সবসময় বিপিএলে ভালো করে, কিন্তু এবার যদি না আসে, অন্য দেশের খেলোয়াড়রাও সুযোগ পাবে।

এছাড়া, বিসিবির নতুন ঘোষণা অনুযায়ী, বিপিএলে ১০টি অঞ্চলের নামে দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিদেশি কোনো প্রতিষ্ঠান এবার ফ্র্যাঞ্চাইজি মালিক হতে পারবে না, বলেও ইঙ্গিত দেন ফারুক।