দীর্ঘ সাত মাসের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচেই বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘিরে ছিল সব ধরনের প্রত্যাশা। কিন্তু অস্ট্রেলিয়ার পার্থে ওয়ানডে ম্যাচে কোহলির ব্যাটে খুশির স্পর্শ মেলেনি। মিচেল স্টার্কের বাউন্সার আঘাত সামলে ব্যাট করতে গিয়ে তিনি মাত্র ৮ বল খেলেই ব্যাটের বাইরের অংশে লেগে কুপার কনোলির হাতে ক্যাচ তুলে দেন।

এটি অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির প্রথম ‘ডাক’ এবং ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম শূন্য রানে আউটের ঘটনা। ফলে তিনি রোহিত শর্মার (১৬) ‘ডাক’-কে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন, যেখানে তার সঙ্গে সমান ১৭টি ‘ডাক’ নিয়ে আছেন হরভজন সিং। ভারতের জন্য সর্বাধিক শূন্য রানে আউট হয়েছেন শচীন টেন্ডুলকার (২০) এবং জাভাগল শ্রীনাথ (১৯)। যুবরাজ সিং ও অনিল কুম্বলে ১৮টি করে শূন্য রানে আউট হয়েছেন।

প্রত্যাবর্তনের ম্যাচে এমন ফল কোহলির উদ্দীপনা কিছুটা ম্লান করেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, কোহলির জন্য এটি মনোবল ধরে রাখা গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতি পর ফিট থাকা এবং মানসিকভাবে প্রস্তুত থাকা নিয়েই এখন তার আসল পরীক্ষা। পরবর্তী ম্যাচগুলোতে তিনি যেন সাফল্যের সাথে ফিরে আসেন, সেটিই ভারতীয় দলের প্রত্যাশা।