এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ‘এ’ দল সেমিফাইনালে পৌঁছেছে। প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়ে ইতোমধ্যেই সেরা চারে অবস্থান নিশ্চিত করেছিল আকবর আলির দল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে মাত্র ৬ রানে হেরে গেল বাংলাদেশ।

কাতারের দোহা ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তুলেছিল। লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৩ রান করতে পেরেছে। দলের মধ্যে সর্বোচ্চ ২৭ রান এসেছে হাবিবুর রহমান সোহান–এর ব্যাট থেকে। ৬ রানের হারের পরও বাংলাদেশ গ্রুপ ‘এ’-এর শীর্ষে রয়েছে।

গ্রুপের অন্যান্য ফলাফলও প্রতিযোগিতার রূপ নির্ধারণ করেছে। শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে জয় পেলেও আফগানিস্তান ‘এ’ দলের কাছে হারার কারণে নেট রানরেটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। শ্রীলঙ্কা বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ ও ভারত ‘এ’ দল। পাকিস্তান তিন ম্যাচেই জয় পেয়ে গ্রুপসেরা হয়েছে। সেমিফাইনালে বাংলাদেশ আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) ভারতের সঙ্গে মুখোমুখি হবে। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের।

বাংলাদেশ দলের জন্য এটি বড় সুযোগ ফাইনালে পৌঁছানোর, যেখানে গ্রুপপর্বে কিছুটা হতাশাজনক হারের পরও সেমিফাইনালে থাকা মানে প্রতিযোগিতার উচ্চতায় টাইগারদের অবস্থান নিশ্চিত। দলের প্রস্তুতি ও স্ট্র্যাটেজি নিয়েই দর্শকরা ফাইনালের দিকে তাকিয়ে আছেন।