মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্রীড়াঙ্গনে নানা আয়োজন থাকলেও এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিগত বছরগুলোতে যেখানে শুধু সাবেক পুরুষ ফুটবলারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতো, সেখানে এবার ইতিহাসে প্রথমবারের মতো সাবেক নারী ফুটবলারদের জন্যও আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনী ম্যাচ।
বাংলাদেশের নারী ফুটবলের শুরুর দিনের অনেক খেলোয়াড়ই এখন মাঠের বাইরে—কেউ সংসার জীবনে ব্যস্ত, কেউ কোচিং বা অন্য পেশায় যুক্ত। তবুও বিজয় দিবসের এই আয়োজনে আবার একসঙ্গে বুট পায়ে মাঠে নামার সুযোগ পেয়ে আবেগে ভাসেন অনেকেই। সাবেক নারী ফুটবলার ও বর্তমান অ্যাথলেটিক্স কোচ খুরশিদা খাতুন খুশিসহ অনেকেই স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন।
৩০ মিনিটের প্রদর্শনী ম্যাচে গ্রিন টিম ১–০ গোলে রেড টিমকে পরাজিত করে। ম্যাচের একমাত্র গোলটি করেন শ্রাবণী। খুরশিদা খুশি ছাড়াও মাহমুদা খাতুন আদিতি, উম্মে হাফসা রুমকি, সুরভী আক্তার, রেশমা খাতুনসহ পরিচিত মুখগুলো আবার মাঠে নেমে বাংলাদেশের নারী ফুটবলের শুরুর দিনের সংগ্রাম ও ভালোবাসার গল্প যেন নতুন করে তুলে ধরেন।
নারীদের ম্যাচের পর অনুষ্ঠিত হয় ৪৫ মিনিটের সাবেক পুরুষ ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। সেখানে গ্রিন টিম ৪–২ গোলে রেড টিমকে হারায়। ওয়ালি ফয়সালের বাঁ পায়ের দৃষ্টিনন্দন ফ্রি-কিক ও সাবেক অধিনায়ক জাহিদ হাসান আমেলির মাঠে ফেরা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
তবে পুরো আয়োজনের মূল সৌন্দর্য ছিল স্কোরলাইনের বাইরেও। সাবেক খেলোয়াড়রা পরিবার নিয়ে মাঠে আসেন, ভাগাভাগি করেন পুরোনো দিনের গল্প ও হাসি। গ্যালারিতে উপস্থিত বর্তমান নারী জাতীয় দলের ফুটবলাররাও অতীত ও বর্তমানের এই মিলনমেলা প্রত্যক্ষ করেন, যা নারী ফুটবলের পথচলার এক অনন্য অনুপ্রেরণা হয়ে ওঠে।