আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে দল পেতে ১০টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি মালিকানার জন্য আবেদন করেছে। তবে আশ্চর্যের বিষয়—গত আসরের আলোচিত দল ফরচুন বরিশাল এবার কোনো আবেদন জমা দেয়নি।

চলতি বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার নির্ধারিত সময়সীমা।

প্রথম দিকে মাত্র দুটি দল—ঢাকা ক্যাপিটালসকুমিল্লা ফাইটার্স আবেদন করলেও শেষ দিনে জমে ওঠে প্রতিযোগিতা। সময় শেষ হওয়ার আগে আবেদন করে সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী এবং নোয়াখালী অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো।

এর মধ্যে আগের মতোই মালিকানা ধরে রাখার ইচ্ছা জানিয়েছে খুলনা টাইগার্স (মাইন্ড ট্রি গ্রুপ) ও রংপুর রাইডার্স (বসুন্ধরা গ্রুপ)। শেষ দিনে আবেদন করেন চিটাগং কিংস-এর মালিক সামির কাদের চৌধুরী

বিপিএলে দল পেতে আবেদন করা ১০ প্রতিষ্ঠান হলো—

ঢাকা ক্যাপিটালস – রিমাক হারল্যান
কুমিল্লা ফাইটার্স – এসএস গ্রুপ
চিটাগং কিংস – এসকিউ স্পোর্টস
খুলনা টাইগার্স – মাইন্ড ট্রি গ্রুপ
রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপ
রাজশাহী কিংস – দেশ ট্রাভেলস
রাজশাহী – নাবিল গ্রুপ
নোয়াখালী – বাংলামার্ক
বরিশাল – আকাশবাড়ী হলিডেজ
সিলেট স্ট্রাইকার্স – জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট

তবে এবারের তালিকায় ফরচুন বরিশালের নাম না থাকায় অনেক সমর্থকই হতাশা প্রকাশ করেছেন। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শিগগিরই চূড়ান্ত দলগুলোর নাম ঘোষণা করবে বলে জানা গেছে।