আজারবাইজান নারী ফুটবল দলের অধিনায়ক জাফরজাদে গোল করার পর কান্নায় ভেঙে পড়েন। স্টেডিয়ামে উপস্থিত দর্শক উৎসবের প্রত্যাশা করলেও ঘটনাটি ব্যক্তিগত শোকের সঙ্গে সম্পর্কিত ছিল। কোচ আজগরভ জানান, অধিনায়কের মা গতকাল মৃত্যুবার্ষিকী পালন করছিলেন, তাই অধিনায়ক গোল উদযাপনের সময় তার মাকে স্মরণ করেছেন।
গোলের পর দলের সকল সদস্য একটি সাদা টি-শার্ট ধরে অধিনায়কের ছবি নিয়ে ছবি তোলেন। কোচ বলেন, “এটা অধিনায়কের মায়ের স্মৃতিতে দলের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ উপহার।”
আজারবাইজান নারী দল প্রথমবারের এশিয়া সফরে অংশ নিয়েছে এবং দুটি ম্যাচ জিতেছে। কোচ আরও জানিয়েছেন, বাংলাদেশের পারফরম্যান্সে উজবেকিস্তানের বিপক্ষে জয় সম্ভব হলে গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।