বিশ্ব ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত নাম লামিনে ইয়ামাল। বয়স মাত্র ১৮ হলেও ইতোমধ্যে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে দিয়েছেন বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ড। একের পর এক রেকর্ড গড়ে তাকে ঘিরে তৈরি হয়েছে ভবিষ্যৎ সেরা ফুটবলারের প্রত্যাশা। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক উন্নতি—সব মিলিয়ে ইয়ামালের সামনে সম্ভাবনার দরজা পুরোপুরি খোলা। তবে বিশ্বসেরা হওয়ার পথে তাকে একেবারেই ভিন্নধর্মী পরামর্শ দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা পাওলো ফুত্রে।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এল কাফেলিতো’-তে অতিথি হয়ে ফুত্রে বলেন, “লামিনে ইয়ামাল একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে, তবে তার আগে তাকে দ্রুত একজন বান্ধবী খুঁজে নিতে হবে।” এমন মন্তব্যে অনুষ্ঠানের সঞ্চালক হোসেপ পেদ্রেরোলও বিস্ময় প্রকাশ করেন। কেন এমন কথা বলছেন—এই প্রশ্নের জবাবে ফুত্রে জানান, ইয়ামাল এখনও খুব অল্প বয়সী, আর ব্যক্তিগত জীবনে স্থিরতা এলে পেশাদারিত্ব আরও বাড়ে।

নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা টেনে এনে ফুত্রে বলেন, “যখন আমি আমার সন্তানের মায়ের সঙ্গে সম্পর্কে জড়াই, তখন থেকেই নিজেকে পুরোপুরি পেশাদার হিসেবে গড়ে তুলতে পারি।” তার মতে, সম্পর্ক তাকে দায়িত্বশীল করেছে এবং অপ্রয়োজনীয় বাইরে ঘোরাঘুরি থেকে দূরে রেখেছে। এর প্রভাব পড়েছিল মাঠের পারফরম্যান্সেও। পোর্তোর ড্রেসিংরুমে তার অবস্থান বদলে যায়, বাড়ে মনোযোগ ও পরিশ্রমের মাত্রা।

ইয়ামালের ব্যক্তিগত জীবনও এরই মধ্যে আলোচনায় এসেছে। তরুণ এই তারকা আগে ইনফ্লুয়েন্সার অ্যালেক্স পাদিল্লার সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে আর্জেন্টাইন পপ তারকা নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়। গত জুনে ইয়ামালের ১৮তম জন্মদিনে সেই সম্পর্ক প্রকাশ্যে আসে। বার্সেলোনার ম্যাচে গ্যালারিতে নিয়মিত দেখা যেত নিকোলকে, এমনকি চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল করে তার উদ্দেশ্যে উড়ন্ত চুমুও দেন ইয়ামাল। তবে আলোচিত এই সম্পর্ক টেকেনি দীর্ঘদিন; মাত্র ৬৭ দিনের মধ্যেই বিচ্ছেদ ঘটে।

বর্তমানে ব্যক্তিগত জীবনে একাই আছেন ইয়ামাল। তবে মাঠে তার পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই। নিয়মিত গোল ও নৈপুণ্যে তিনি প্রমাণ করে চলেছেন নিজের সামর্থ্য। এখন দেখার বিষয়, বিশ্বসেরার পথে এগোতে গিয়ে ফুত্রের এই ব্যতিক্রমী পরামর্শ তিনি আদৌ গুরুত্ব দেন কি না।