সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দিনে স্পিন আক্রমণে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ গ্যারি উইলসন সেই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজকে।
মঙ্গলবার (১১ নভেম্বর) টসে জিতে আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। প্রথম দিন শেষে তারা ৮ উইকেটে সংগ্রহ করে ২৭০ রান। দিনের শেষ বলে উইকেট হারানোয় কিছুটা হতাশ হলেও উইলসন স্বীকার করেছেন, বাংলাদেশের বোলাররা বিশেষ করে স্পিনাররা ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছিল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার মনে হয়েছে, বাংলাদেশের স্পিনাররা অসাধারণভাবে বল করেছে। দিনের শেষ ভাগে উইকেট কিছুটা স্পিন করতে শুরু করলে তারা সেটার পুরো ফায়দা নিয়েছে। বিশেষ করে মিরাজ দারুণ নিয়ন্ত্রণে ছিল, একটানা চাপে রেখেছে আমাদের ব্যাটারদের। বাজে বল একেবারেই করেনি।
উইলসন আরও যোগ করেন, মিরাজ খুবই বুদ্ধিমত্তার সঙ্গে বল করেছে। তার লাইন-লেংথ নিখুঁত ছিল এবং সে প্রতিটি স্পেলে আক্রমণাত্মক মানসিকতা ধরে রেখেছে। এমন বোলিংয়ের বিপরীতে রান তুলতে সত্যিই কঠিন।
সিলেটের কন্ডিশন নিয়েও ইতিবাচক মন্তব্য করেন আয়ারল্যান্ড কোচ। তার ভাষায়, এখানকার গ্রাউন্ড ও উইকেট বেশ ভালো। আগে এখানে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ হয়েছে, অভিজ্ঞতাও ভালো। প্রথম দিন দেখে মনে হচ্ছে উইকেট ব্যাটসম্যানদের জন্যও সুযোগ রাখছে। দেখা যাক, কাল আমরা আরও কত রান তুলতে পারি।