পাকিস্তানের সেনাপ্রধানের নিরাপত্তা নিশ্চয়তার পর সিরিজ চালিয়ে যাওয়ার অনুরোধ রেখেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে তারা তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে। শুক্রবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান ২৮৯ রানের লক্ষ্য ১০ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে।

পাকিস্তানিদের দুর্দান্ত ব্যাটিং: ঘরের মাঠে বাবর আজম দীর্ঘ দুই বছর পর আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেন এবং দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। রান তাড়া করতে নেমে ওপেনার ফখর জামান (৭৮ রান, ৯৩ বলে) এবং সাঈম আয়ুবের (৩৩ রান, ২৫ বলে) আগ্রাসী শুরুতে পাকিস্তান ভালো অবস্থানে চলে যায়। ফখরের সাথে বাবর আজম ১০০ রানের জুটি গড়েন। এরপর বাবর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১১২ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। রিজওয়ান ৫৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র উইকেটশিকারী দুশমন্থা চামিরা ৫৮ রান দিয়ে নেন ২ উইকেট।

শ্রীলঙ্কার ইনিংস: এর আগে, স্ট্যান্ড-ইন অধিনায়ক সালমান আলী আগা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান করে। জানিথ লিয়ানাগে (৬৩ বলে ৫৪ রান) এবং সামারাবিক্রমা (৪২ বলে ৫২ রান) অর্ধশতক হাঁকান। পাকিস্তানের হয়ে হারিস ও আবরার দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন।

ইএফ/