মার্চের পর দীর্ঘ ২২৪ দিন পর আন্তর্জাতিক ওয়ানডেতে ফিরেছেন ভারতীয় দুই অভিজ্ঞ তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মি। তবে তাদের অভিষেক তেমন সার্থক হয়নি।
পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরুতে রোহিত শর্মি ১৪ বলে মাত্র ৮ রান করে ফেরেন ম্যাট রেনশ’র ক্যাচে। এরপর বিরাট কোহলি ৭ বল খেলার পর মিচেল স্টার্কের বোলিংয়ে কাভারতে ক্যাচ দেন কপার কোনলির হাতে। ভারতের শুরুটাই হতাশাজনক হয়।
গত ১৩ বছরে অস্ট্রেলিয়ায় ২৯ ওয়ানডে খেলে কোহলি কোনো ম্যাচেই শূন্য রানে ফেরেননি। তবে আজ ৩০তম ম্যাচে সেই অভিজ্ঞতা পেলেন। বিদেশের মাটিতে তার গড় রান ৪৯.১৪ হলেও এই ম্যাচে তা নিম্নমুখী।
শুভমান গিল অধিনায়কত্বে নামা প্রথম ওয়ানডেতে মাত্র ১০ রানে ফেরেন নাথান এলিসের ক্যাচে। ফলে রোহিত-কোহলি ও গিল মিলে সংগ্রহ ১৮ রান। ২০১৯ সালের পর এটি তাদের সর্বনিম্ন যৌথ রান, পাশাপাশি ২০২৩ সালের পর পাওয়ার প্লেতে যৌথ সর্বনিম্ন ২৭ রান করেছে ভারত।
এদিকে ম্যাচে দুই দফা বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করেছে। দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১.৫ ওভারে ভারত সংগ্রহ ৩৭ রানে ৩ উইকেট হারায়। শ্রেয়াস আইয়ার ২০ বলে ৬ এবং অক্ষর প্যাটেল ১১ বলে ৭ রানে অপরাজিত ছিলেন।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজটি তিন ম্যাচ ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। শুরুটা ভারতীয় শিবিরের জন্য হতাশাজনক, বিশেষ করে কোহলি ও রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।