গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “ক্রিকেট সংক্রান্ত প্রতিটি বিষয়ে আসিফ মাহমুদ যে স্পষ্টতা ও উদ্যম দেখিয়েছেন, তা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। অবকাঠামো উন্নয়ন, পরিচালনাগত সমস্যা অতিক্রম, এবং বোর্ডকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিতে তাঁর নির্দেশনা প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সহায়ক হয়েছে।”

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আসিফ নজরুল। বুলবুলের মতে, ড. নজরুল ক্রীড়া অঙ্গনে নতুন উদ্ভাবন ও ইতিবাচক অগ্রগতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, “নতুন দায়িত্বে ড. আসিফ নজরুলের অভিজ্ঞতা এবং ক্রীড়ার প্রতি দীর্ঘদিনের আগ্রহ আমাদের আস্থা দেয় যে তিনি দেশের ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করতে পারবেন। আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করি।”

বুলবুল বলেন, “বাংলাদেশ ক্রিকেট এখন স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আমরা আশা করি, ড. আসিফ নজরুল প্রতিটি স্তরে উচ্চমান অর্জনের পথে আমাদের পাশে থাকবেন এবং ক্রীড়ার উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখবেন।”