আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে ব্যাট হাতে শক্ত অবস্থান গড়ে তুলেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৯২ রান। দিনের নায়ক মুশফিকুর রহিম এক রান দূরে সেঞ্চুরি নিয়ে অপরাজিত আছেন ৯৯ রানে। তার সঙ্গী লিটন দাসও খেলে যাচ্ছেন আস্থার সঙ্গে, করেছেন ৪৭ রান।
দিন শেষে দলের লক্ষ্যের কথা জানাতে এসে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ফিফটি করা মুমিনুল হক। তিনি বলেন, ‘এই উইকেটে সাড়ে তিনশ রান অন্য মাঠে প্রায় চারশ রানের সমান। উইকেট খুব ধীর, তাই রান এখানে অনেক গুরুত্ব পাবে। আমরা যে অবস্থায় আছি, তাতে ৩৫০ নয়, আরও বড় স্কোর করা সম্ভব—৪৫০ রানও হতে পারে।’
মুমিনুলের বিশ্লেষণ, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন পেসার ও স্পিনাররা বাড়তি সহায়তা পেতে পারেন। তার ভাষায়, ‘টেস্টে সাধারণত প্রথম দিন ব্যাটিং একটু সহজ থাকে। কালকের প্রথম এক ঘণ্টা একই রকম থাকবে, তারপর রোদ উঠলে উইকেট একটু ঘুরতে পারে। তাই আজ ২৯২ রান মোটেই খারাপ নয়।’
তিনি আরও যোগ করেন, ‘ওরা পরিকল্পিত ফিল্ড সেট করে খেলছে এবং আমাদের ধৈর্য পরীক্ষা করছে। কাল যদি বল টার্ন করে, তাহলে ৩৭৫ রানও এই উইকেটে যথেষ্ট হয়ে উঠতে পারে। আর যদি বল না ঘুরে, সেক্ষেত্রে ৪৫০ রানই আদর্শ সংগ্রহ।’
প্রথম দিনের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাংলাদেশ তাই লক্ষ্য রেখেছে বড় এক প্রথম ইনিংসের সংগ্রহে। দ্বিতীয় দিনের শুরুতেই মুশফিক–লিটনের জুটি কতদূর যায়, সেটিই নির্ধারণ করবে ইনিংসের গতি ও ম্যাচের রূপ।