মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে চরম সংকটে পড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেল্টা ভিগোর কাছে হার এবং চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে পরাজয়ের পর কোচ জাবি আলোনসোর ওপর চাপ বাড়ছে। এর মধ্যেই ইনজুরির ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে লস ব্লাঙ্কোসদের স্কোয়াড।

আগামী রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচে মূল দলের অন্তত সাতজন খেলোয়াড়ের অনুপস্থিতি নিশ্চিত, আর কিলিয়ান এমবাপেসহ আরও পাঁচজনের খেলা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে সর্বশেষ ম্যাচে হাঁটুর সমস্যার কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। পরে জানা যায়, তার আঙুলেও চিড় ধরেছে। যদিও শুক্রবার অনুশীলনে ফিরেছেন ফরাসি তারকা, তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় আলাভেস ম্যাচে তার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। ক্লাব সূত্রে জানা গেছে, হাঁটুর অবস্থা সন্তোষজনক হলে তিনি ভিতোরিয়াতে দলের সঙ্গে যোগ দিতে পারেন।

ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, দানি কারভাহাল, ডেভিড আলাবা, ফেরলান্দ মেন্দি ও এদার মিলিতাওকে। এ ছাড়া আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকছেন। ফলে আলাভেসের বিপক্ষে ম্যাচে প্রথম দলের কোনো স্বীকৃত ফুলব্যাকই পাচ্ছেন না জাবি আলোনসো। এমন পরিস্থিতিতে কিশোর ফুটবলার ভিক্তর ভালদেপেনাসের অভিষেকের সম্ভাবনাও তৈরি হয়েছে।

এমবাপের পাশাপাশি এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে, আন্তোনিও রুদিগার ও ডিন হুইসেনের খেলা নিয়েও রয়েছে শঙ্কা। সব মিলিয়ে সাতজন নিশ্চিতভাবে বাইরে এবং পাঁচজন অনিশ্চিত—এমন অবস্থায় রিয়ালের জন্য এই ম্যাচ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

লা লিগায় শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় পাওয়া রিয়াল মাদ্রিদ ১৬ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট এগিয়ে শীর্ষে বার্সেলোনা। শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে জিতলে বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান বেড়ে দাঁড়াবে সাত পয়েন্টে, যা শিরোপা লড়াইয়ে জাবি আলোনসোর দলের জন্য আরও চাপ তৈরি করবে।