শনিবার (১৩ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামের পরও চমক দেখিয়ে যাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সে দৌড়ে পিছিয়ে নেই সিলেট। আসন্ন আসরের আগে তারা চমক হিসেবে হাজির করেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। তবে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাওয়া বিপিএলের শুরুতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কারণ বর্তমানে তিনি গালফ জায়ান্টসের হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলছেন। দল ফাইনালে উঠলে তাকে ৪ জানুয়ারির আগে পাওয়া যাবে না।

এর আগেও একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলেছিলেন মঈন। টুর্নামেন্টটিতে ২২ ম্যাচ খেলে ৪১৪ রান করে ২২ উইকেট নিয়েছেন তিনি। এদিকে মঈন ছাড়াও মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্সদের মতো বিদেশি তারকাদের দলে ভিড়িয়েছে তারা। দেশি তারকাদের মধ্যে সিলেটের স্কোয়াডে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন,  আফিফ হোসেন ও এবাদত হোসেন।

৬ দলের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট।