আন্তর্জাতিক ব্যাডমিন্টনে স্বাগতিক বাংলাদেশের দাপট আরও একবার প্রমাণিত হলো। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে পুরুষ দ্বৈত ইভেন্টে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের দুই জুটি। ফলে টুর্নামেন্টের এই ইভেন্টে অল বাংলাদেশ ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচগুলোতে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার কমতি ছিল না। দিনের প্রথম সেমিফাইনালে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীরের জুটি মুখোমুখি হয় স্বদেশি আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুলের। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে গৌরব-তানভীর ১৯-২১, ২১-৮ ও ২১-১৫ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে ওঠে।
অন্য সেমিফাইনালে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। মিজানুর রহমান ও রাহাতুন নাঈমের বিপক্ষে লড়াইয়ে নামে থাইল্যান্ডের কুল্লাপাত লোথং ও তাছিন জুটি। প্রথম সেটে ১৭-২১ পয়েন্টে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় বাংলাদেশের এই জুটি। দ্বিতীয় সেটে ২১-১৩ এবং তৃতীয় সেটে নাটকীয়ভাবে ২৫-২৩ পয়েন্টে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে মিজান-নাঈম।
উল্লেখ্য, সম্প্রতি কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান চ্যালেঞ্জে ব্রোঞ্জ জেতা আল আমিন-মোয়াজ্জেম জুটি নিজ দেশের মাটিতে সেই সাফল্য ধরে রাখতে পারেনি। শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাঝেও ফাইনালের টিকিট কাটা সম্ভব হয়নি তাদের জন্য।
টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের পুরুষ দ্বৈতের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। কোয়ার্টার ফাইনাল থেকেই একাধিক শক্তিশালী বিদেশি জুটিকে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়েছে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ফাইনালে দুই বাংলাদেশি জুটির মুখোমুখি হওয়া দেশের ব্যাডমিন্টনের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামীকাল শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল পর্ব। পুরুষ দ্বৈতের এই অল বাংলাদেশ ফাইনাল ঘিরে ব্যাডমিন্টনপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।