মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনী ম্যাচে উৎসবমুখর পরিবেশে জয় পেয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন শহীদ জুয়েল একাদশ। মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশকে ৩৮ রানে পরাজিত করে নান্নুর দল। ব্যাটে-বলে সাবেক তারকাদের সাবলীল পারফরম্যান্সে মাঠজুড়ে ছিল স্মৃতি আর আনন্দের আবহ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শহীদ মুশতাক একাদশ। নির্ধারিত ওভারে দলটি সংগ্রহ করে ১৩৮ রান। দলের হয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। ইনিংসের শেষদিকে অভিজ্ঞ তুষার ইমরান ২৭ বলে ৪২ রানের ঝরঝরে ইনিংস খেলে দলের রানকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যান। এছাড়া অন্য ব্যাটসম্যানরা সংক্ষিপ্ত অবদান রাখেন।
শহীদ জুয়েল একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক। তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের রানের গতি থামিয়ে দেন। একটি করে উইকেট নেন আনোয়ার হোসাইন ও তারেক আজিজ খান, যা মুশতাক একাদশকে বড় সংগ্রহ গড়তে বাধা দেয়।
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জুয়েল একাদশ। ওপেনার জাভেদ ওমর বেলিম ৮ বলে মাত্র ৩ রান করে ফিরে যান। তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার চেষ্টা করেন শাহরিয়ার নাফীস। তিনি ৩৩ বলে ৩৬ রান করে আউট হন। শেষদিকে তালহা জুবায়ের ১৯ বলে অপরাজিত ২৬ রান করেন, তবে প্রয়োজনীয় রান তোলার আগেই ওভার শেষ হয়ে যায়। অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে অপরাজিত থাকেন।
মুশতাক একাদশের হয়ে বোলিংয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান। সব মিলিয়ে প্রদর্শনী হলেও ম্যাচজুড়ে ছিল প্রতিযোগিতার ছোঁয়া, আর বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের এই মিলনমেলা দর্শকদের ফিরিয়ে নেয় সোনালি স্মৃতির দিনে।