বিজয় হাজারে ট্রফির প্রথম দিনে ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী বিধ্বংসী ব্যাটিং প্রদর্শন করে রেকর্ড গড়েছেন। মাত্র ৮৪ বল খেলে ১৯০ রান করে তিনি কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।
রাঁচিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পরই বৈভবের ঝড় শুরু হয়। মাত্র ৩৬ বলেই তিনি সেঞ্চুরি পূর্ণ করেন, যার মধ্যে ১০টি চার এবং ৮টি ছক্কার মার ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
বৈভবের রেকর্ডে আরও চমক ছিল ৫৯ বলেই ১৫০ রান করা, যা ভেঙেছে ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলের ১৫০ রান করার রেকর্ড। ইনিংসের শেষ পর্যন্ত তিনি আউট হন ১৯০ রানে, যেখানে ১৬টি চার ও ১৫টি ছক্কার মাধ্যমে মাত্র বাউন্ডারিই ১৫৪ রান যোগ করে।
এদিন ভারতীয় সিনিয়র ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতিও ছিল, কিন্তু সব আলো কেড়ে নেন ১৪ বছর বয়সী এই তরুণ ব্যাটার।