আাগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র অনুষ্ঠানের জন্য প্রস্তুত ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার। এ অনুষ্ঠানে নির্ধারিত হবে ফুটবলের মহাযজ্ঞে কে কোন গ্রুপে খেলবে। ড্র অনুষ্ঠানের পাশাপাশি আয়োজনে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম। এছাড়াও আলো ছড়াবেন রবি উইলিয়ামস ও যুক্তরাষ্ট্রের ডিসকো গ্রুপ ভিলেজ পিপল।
২০২৬ বিশ্বকাপের ড্র'য়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার। বিশ্বকাপের শুরুটায় সবাইকে চমকে দিতে ২৫৭ মিলিয়ন ডলারে সংস্কার করা হয়েছে এই সেন্টার। এখানেই ৫ ডিসেম্বর হবে বিশ্বকাপের জমকালো ড্র অনুষ্ঠান। জন এফ কেনেডি সেন্টারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকো অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ । এরমধ্যে কানাডায় হবে বিশ্বকাপের ১৩টি ম্যাচ।আরেকআয়োজক মেক্সিকোতেও হবে ১৩টি ম্যাচ। আসরের বাকি ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।
জন এফ কেনেডির রাজসিক জমকালো ড্র অনুষ্ঠানে নির্ধারিত হবে কেন কোন গ্রুপে খেলবে। জমকালো এ আয়োজনে শুধু ড্র'ই হবে না, থাকবে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানে। পারফর্ম করবেন বিশ্বের নামকরা শিল্পীরা। এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের খোরাক যোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম। এমন আয়োজনের অংশ হতে পেরে গর্বিত ক্লুম। দর্শক-শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংলিশ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সংগীতদল ভিলেজ পিওপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবে।
পুরো দুনিয়ার চোখ থাকবেওয়াশিংটন ডিসির জনএফ কেনেডি সেন্টারের দিকে। মূল মঞ্চের আগে ড্র অনুষ্ঠানের সফল আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প