ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসরের মিনি নিলাম শেষে বেশ ভারসাম্যপূর্ণ ও তারকাসমৃদ্ধ দল গড়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে অংশ নিয়ে দল গঠনে মোট ব্যয় করেছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি। সব মিলিয়ে ২৫ সদস্যের স্কোয়াডে কলকাতার মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১২৪ কোটি ৫৫ লাখ রুপি।
নিলামে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কলকাতা। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার বানিয়েছে তারা। শ্রীলঙ্কার তরুণ পেস সেনসেশন মাথিশা পাথিরানাও গেছেন কেকেআরে, দাম ১৮ কোটি রুপি। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
দলের ব্যাটিং শক্তিশালী করতে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র (২ কোটি), উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেন (২ কোটি) ও টিম সেইফার্ট (১ কোটি ৫০ লাখ)। ভারতীয় আগ্রাসী ব্যাটার তেজস্বী সিং দাহিয়াকে ৩ কোটি রুপিতে দলে নেওয়া হয়েছে ভবিষ্যৎ ফিনিশার হিসেবে। চার বছর পর পুরোনো ঠিকানায় ফিরেছেন রাহুল ত্রিপাঠী, দাম ৭৫ লাখ রুপি।
বোলিং বিভাগে মুস্তাফিজ-পাথিরানার সঙ্গে যুক্ত হয়েছেন আকাশ দীপ, কার্তিক ত্যাগী ও লেগ স্পিনার প্রশান্ত সোলাঙ্কি। বৈচিত্র্য ও অভিজ্ঞতার মিশেলে কেকেআরের বোলিং আক্রমণ এবার আরও ভয়ংকর হয়ে উঠেছে।
আগের মৌসুম থেকে আজিঙ্কা রাহানে, রিংকু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা ও উমরান মালিকদের ধরে রেখেছে কলকাতা। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া এই স্কোয়াড নিয়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে কেকেআর শিবির।