সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নেয়া আয়ারল্যান্ডকে ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন পল স্টার্লিং। টিম টেক্টরকে নিয়ে ৪ ওভারেই ৩৮ রান তুলে বড় সংগ্রহেরই ইঙ্গিত দিচ্ছিলেন আইরিশ অধিনায়ক। কিন্তু টিমকে ফিরিয়ে লাগাম টানলেন শরিফুল ইসলাম। এরপর একে একে জ্বলে উঠলেন মোস্তাফিজ-রিশাদরা। স্টার্লিং একটু চেষ্টা করলেও পেরে উঠলেন না। টাইগারদের বোলিং তোপে অল্প রানেই গুটিয়ে গেছে আইরিশরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১১৭ রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। টস জিতে ব্যাটিং নেয়া আইরিশদের অল্পে গুটিয়ে দিতে বড় অবদান রেখেছেন মোস্তাফিজ-রিশাদ।