মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফকিরাপুলকে ৫-০ গোলে হারিয়েছে আবাহনী। দলটির মালি ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে একাই করেছেন ২ গোল। অন্য গোল তিনটি মিরাজুল, মোরসালিন ও আল আমিনের। ৬ ম্যাচে আবাহনীর এটা দ্বিতীয় জয়, সমানসংখ্যক ম্যাচে ড্রয়ের পাশাপাশি হেরেছেও তারা।


এই জয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠলো আবাহনী। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। ফর্টিস এফসি ১১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে, ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের স্থান তিনে।

দিনের আরেক ম্যাচে পিডব্লিউডির সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশ। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পুলিশের স্থান ছয়ে। ৬ পয়েন্ট নিয়ে পিডব্লিউডি আছে ৮ নম্বরে।