বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে আবারও চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে নানা গুঞ্জন উঠেছে। বিশেষ করে গত আসরে ক্রিকেটার ও স্টাফদের বকেয়া বেতন রাখার অভিযোগের প্রেক্ষাপটে এবারও অনেকেই জানতে চাচ্ছেন, নতুন মালিকানা থাকা সত্ত্বেও চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে কি না।
এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়েছে, চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটি ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ২ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি বাবদ ১০ কোটি টাকা পরিশোধ করেছে। বিসিবি জানিয়েছে, গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাই সঠিক তথ্য প্রকাশের জন্য তারা এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে।
বিপিএলের নতুন মৌসুম শুরু হবে ২৬ ডিসেম্বর সিলেটে। এরপর চট্টগ্রাম ও ঢাকায় মিলিয়ে মোট ৩৪টি ম্যাচে ব্যাট-বলের উত্তেজনাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি মিরপুর শের-ই বাংলায় আসরের শিরোপা নির্ধারণ করা হবে। এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল: ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াডে আছেন: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসাইন ইমন এবং জাহিদউজ্জামান খান ও নিরোশান ডিকওয়েলা।
বিসিবির স্পষ্ট বার্তা অনুযায়ী, চট্টগ্রাম রয়্যালসের আর্থিক বিষয়গুলো সম্পূর্ণ পরিশোধিত হওয়ায় এবারের বিপিএল নিরাপদ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা মিলেছে।