বাহরাইনে আসন্ন তৃতীয় যুব এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২২ অক্টোবর। তবে কাবাডি ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে আগেই। উদ্বোধনের আগেই বাংলাদেশ দলের জন্য এল হতাশার দিন এক দিনে দুই ম্যাচে ভারতের বিপক্ষে হেরে গেছে বালক ও বালিকা উভয় দলই।

পুরুষ দল হেরেছে ১৯-৮৩ পয়েন্টে, যা এখন পর্যন্ত প্রতিযোগিতার অন্যতম বড় ব্যবধান। প্রথমার্ধেই বাংলাদেশ খেলায় ছন্দ হারিয়ে ফেলে; ভারতের ৪৬ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৭। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করে ১২ পয়েন্ট তুললেও ব্যবধান কমাতে পারেনি। পুরো ম্যাচে ভারত ১৪ বার বাংলাদেশকে অলআউট করে, বিপরীতে বাংলাদেশ একবারও পারেনি।

বালিকা দল তুলনামূলক ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত ৪৬-১৮ পয়েন্টে পরাজিত হয়। প্রথমার্ধে স্কোর ছিল ২১-৯, দ্বিতীয়ার্ধেও ৯ পয়েন্ট যোগ করতে সক্ষম হয় তারা।

বিশ্লেষকরা বলছেন, সিনিয়র স্তরে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবধান যেমন, বয়সভিত্তিক স্তরেও তা স্পষ্ট। তবে নারী বিভাগে অংশগ্রহণকারী দল কম হওয়ায় বাংলাদেশ এখনও ব্রোঞ্জ জয়ের দৌড়ে রয়েছে।