সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই বিধ্বস্ত হলো আয়ারল্যান্ডের ইনিংস। আগের দিন ৮ উইকেটে ২৭০ রানে দিন শেষ করা আইরিশরা আজ টিকতে পেরেছে মাত্র ১৫ মিনিট। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ২৮৬ রানে অলআউট হয় তারা।
বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরুর পরই আক্রমণে আসেন পেসার হাসান মাহমুদ ও স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ওভারে ব্যারি ম্যাককার্থি দুটি বাউন্ডারি হাঁকিয়ে কিছুটা আত্মবিশ্বাস দেখালেও পরের ওভারে তাইজুলের ঘূর্ণিতে ধরা পড়েন ম্যাথু হামফ্রিস। দ্বিতীয় ডেলিভারিতেই এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। আগের দিন তাইজুল শেষ ওভারে জর্ডান নেইলকে ফিরিয়েছিলেন, ফলে হামফ্রিসের ইনিংস শুরু ও শেষ দুই-ই হয় তাইজুলের বিপক্ষেই।
এরপর হাসানের করা পরের ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান ম্যাককার্থি (৬৪ বলে ৩১)। আর তাতেই ২৮৬ রানে শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস।
এর আগে আয়ারল্যান্ডের ইনিংসের প্রধান অবদান ছিল পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের ব্যাটে। দলীয় অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে চতুর্থ বলেই হারানোর পর এই দুজন গড়েন ৯৬ রানের জুটি। স্টার্লিং ৭৬ বলে ৯ চারে ৬০ রান করেন, আর কারমাইকেল ১২৯ বলে ৭ বাউন্ডারিতে ৫৯ রান যোগ করেন।
এ ছাড়া কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, জর্ডান নেইল ৩০ ও ব্যারি ম্যাককার্থি ৩১ রানে আউট হন। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ ২টি করে এবং নাহিদ রানা নেন ১ উইকেট।
বাংলাদেশের বোলারদের ধারাবাহিক আক্রমণে আয়ারল্যান্ডের ইনিংসের পতন ঘটে মাত্র ৯২.৩ ওভারে। ফলে ম্যাচের শুরু থেকেই স্বাগতিক দল এগিয়ে নিয়েছে দৃঢ় নিয়ন্ত্রণ।