পাকিস্তানের ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা। ২০২৫ সালে পাকিস্তান এখন পর্যন্ত যে ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সালমান এর প্রতিটিতেই মাঠে নেমে গড়েছেন অনন্য রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এক বর্ষপঞ্জিকায় এত ম্যাচ খেলার নজির আর কারও নেই।

এই তালিকায় পাকিস্তানের পরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যারা এ বছর খেলেছে ৪৫টি ম্যাচ। তবে দল যত ম্যাচই খেলুক, একা একজন ক্রিকেটারের সব ম্যাচে অংশগ্রহণ করা সাধারণত বিরল ঘটনা আর সেখানেই সালমানের অর্জনকে বিশেষ করে তুলেছে।

সালমানের সর্বশেষ ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। সেই ম্যাচে বাবর আজমের ধৈর্যশীল ব্যাটিং আর উসমানের দুর্দান্ত হ্যাটট্রিকে পাকিস্তান জিতে ফাইনালে জায়গা পাকাপোক্ত করেছে। ম্যাচটিই সালমানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এ রেকর্ডের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ৫৩ ম্যাচ খেলে যৌথভাবে শীর্ষে থাকা তিন ক্রিকেটার রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) এবং এমএস ধোনি (২০০৭)।

এর আগে এক বছরে ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রথম দৃষ্টান্ত তৈরি করেছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ১৯৯৭ সালে। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল ২০২৩ সালে ৫১ ম্যাচ খেলে আধুনিক যুগে ওই কীর্তির পুনরাবৃত্তি করেন।

তবে এক বছরে অর্ধশতাধিক নয় পুরো ৫৪ ম্যাচে অংশগ্রহণ করে সবার ওপরে নাম লিখিয়ে অনন্য এক অধ্যায় যোগ করলেন সালমান আগা। পাকিস্তান দলে এখন তার অবস্থান শুধু নেতৃত্বের নয়, ধারাবাহিকতারও প্রতীক।