তা সত্ত্বেও আইপিএলের এবারের মিনি নিলামে উপস্থিত থাকছেন না পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসবে নিলাম অনুষ্ঠান। নিলামে ৩৫০ (বিদেশি ১১০ জন) জনের মধ্যে থেকে ৭৭ জন প্লেয়ার কেনা হবে, বিদেশির সংখ্যাটা ৩১।

অনুমোদিত ৮ জনের মধ্যে নিলাম টেবিলে কোন দলের প্রতিনিধি কত ও তারা কারা, এমন একটি তালিকা বিসিসিআইকে জমা দেয়ার শেষ তারিখ ছিল আজ। ক্রিকবাজের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের প্রতিনিধির তালিকায় পন্টিংয়ের নাম নেই। তার পরিবর্তে তারা দিয়েছে গত মৌসুমে অধিনায়কত্ব করা শ্রেয়াস আইয়ারের নাম।

ধারণা করা হচ্ছে, রিকি পন্টিংয়ের অনুপস্থিতির কারণ অ্যাশেজ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি পাঁচ ম্যাচের সিরিজজুড়ে সেভেন ক্রিকেটের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন। দুই ম্যাচ শেষ হয়ে গেছে, নিলামের পরদিন ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে তৃতীয় টেস্ট। তাছাড়া পাঞ্জাবের দলও অনেকটা গোছানো। মোট ২১ জন ক্রিকেটার ধরে রেখেছে তারা, যা ১০ দলের মধ্যে সর্বোচ্চ। তারা নিলাম যুদ্ধে নামবে সাড়ে ১১ কোটি রুপি হাতে নিয়ে।
পাঞ্জাব যাদের ধরে রেখেছে আর্শদীপ সিং, আজমতউল্লাহ ওমরজাই, হারনুর পানু, হারপ্রিত ব্রার, লকি ফার্গুসন, মার্কো ইয়ানসেন, মার্কাস স্টোইনিস, মিচেল ওয়েন, মুশের খান, নেহাল ওয়াধেরা, প্রবসিমরান সিং, প্রিয়ানশ আরিয়া, পায়লা অভিনাশ, শশাঙ্ক সিং, শ্রেয়ার আইয়ার, সুরিয়ানশ শেজ, বিষ্ণু বিনোদ, বাইশাক বিজয়কুমার, জাবিয়ের বার্টলেট, যশ ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।