বিপিএলে এবারই প্রথম খেলতে আসছেন সাইম। সিলেটের হয়ে খেলতে তাই মুখিয়ে আছেন পাকিস্তানি ওপেনারের। আজ (৭ ডিসেম্বর) এক ভিডিওবার্তায় সাইম নিজেই সেই কথা জানালেন।
ভিডিওবার্তায় সাইম বলেন, 'আসসালামু আলাইকুম, বাংলাদেশ। আমি সাইম আইয়ুব বিপিএলের আসন্ন মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলব। আমাদের সমর্থন করবেন।'
'আমি আশা করি এই মৌসুম সিলেট টাইটান্সের জন্য সাফল্যমণ্ডিত হবে। সতীর্থদের সঙ্গে দেখা করতে এবং সিলেটি সমর্থকদের সামনে মাঠে নামতে মুখিয়ে আছি।'