চোটের কারণে এশিয়া কাপের ফাইনালে খেলতে না পারা হার্দিক পান্ডিয়া চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন। এছাড়া চোটে দলের বাইরে থাকা শুভমান গিলকেও রাখা হয়েছে। তবে গিল খেলতে পারবে বোর্ডের চিকিৎসক অনুমতি দিলে।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। এশিয়া কাপের দল থেকে কেবল রিংকু সিং বাদ পড়েছেন। নির্বাচকেরা এবার তাকে দলে রাখেননি।

ম্যাচ সূচি:

  • ৫ ম্যাচের সিরিজ শুরু ৯ ডিসেম্বর
  • বাকি ম্যাচ: ১১, ১৪, ১৭, ১৯ ডিসেম্বর
  • স্থান: কোটাক, চন্ডিগড়, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদ

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:

  • সূর্যকুমার যাদব (অধিনায়ক)
  • শুভমান গিল (সহ-অধিনায়ক)
  • অভিষেক শর্মা
  • তিলক ভার্মা
  • হার্দিক পান্ডিয়া
  • শিভাম দুবে
  • অক্ষর প্যাটেল
  • জিতেশ শর্মা
  • সাঞ্জু স্যামসন
  • জসপ্রিত বুমরাহ
  • বরুণ চক্রবর্তী
  • আর্শদীপ সিং
  • কুলদীপ যাদব
  • হার্শিত রানা
  • ওয়াশিংটন সুন্দর