বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হলেও বেশ কিছু ম্যাচে একাদশে জায়গা পাননি জামাল ভূইয়া। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে গত তিন বছর ধরে এমন পরিস্থিতি তৈরি হলেও, দল নির্বাচন কিংবা নিজের ভূমিকা নিয়ে এখনো মুখ খুলতে নারাজ এই মিডফিল্ডার।

হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দল নির্বাচন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন জামাল। একাদশ বাছাইয়ে অধিনায়কের মতামত কতটা প্রাধান্য পায়—এমন প্রশ্নে কৌশলী জবাব দেন তিনি।

জামাল বলেন, “কে খেলবে, কে খেলবে না—এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চায়। দিন শেষে সিদ্ধান্ত তাদেরই। ক্যাপ্টেন হিসেবে কি আপনার মতামত থাকে? অবশ্যই আমার আলাদা মত আছে, তবে সেটা আমি আপনার সঙ্গে ভাগ করবো না—তবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন।”

এই বক্তব্য থেকে স্পষ্ট, অধিনায়ক হিসেবে নিজের কিছু মতামত থাকলেও তা প্রকাশ্যে আনতে অনিচ্ছুক জামাল। এতে দলের ভেতরের অবস্থান ও কোচ-ক্যাপ্টেন সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

৫০ হাজার দর্শক ধারণক্ষম হংকং স্টেডিয়ামে ইতোমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। স্বাগতিক দলের ব্যাপক সমর্থনের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে এতে বিচলিত নন জামাল ভূইয়া।

“আমি জানি টিকিট সব বিক্রি হয়ে যাবে। তবে কিছু দর্শক বাংলাদেশ থেকেও থাকবে, আমরা সেটা খুবই প্রশংসা করি। খেলা শুরুর আগে দর্শকদের উপস্থিতি টের পাওয়া যায়, কিন্তু খেলার সময় পুরো মনোযোগ থাকে মাঠে। তখন কিছুই আর বোঝা যায় না,”— বলেন জামাল।

হংকংয়ে রাতের তাপমাত্রা ২০-২২ ডিগ্রির মধ্যে হলেও জামালের মতে, আবহাওয়া মোটামুটি খেলার উপযোগী থাকবে। “আমার মনে হয় না খুব ঠান্ডা হবে—হয়তো ২১ বা ২২ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া খেলোয়াড়দের জন্য একদম উপযুক্ত। আমরা গরমে বেশি খেলি, তবে এখানে মানিয়ে নিতে পারবো। আমাদের মূল কাজ হলো আগামীকাল তিন পয়েন্ট অর্জন করা,” বলেন তিনি।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও, এখন দেখার বিষয়—ভরা গ্যালারি আর অনুকূল আবহাওয়ার মাঝে জামাল ও তার দল কতটা সংগ্রাম করে কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে।