দিনকয়েক আগে হয়ে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো 'ফিফা পিস প্রাইজ' প্রদান করেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। শুধু তাই নয়, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ট্রাম্পের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং বিভিন্ন সাক্ষাৎকারেও তার প্রশংসা করেছেন। মানবাধিকার সংস্থা 'ফেয়ারস্কোয়ার' একটি চিঠিতে অভিযোগ করেছে যে ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নিয়মের চারটি সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।
বিবিসি স্পোর্টস সেই চিঠি দেখেছে বলে জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, 'এ ধরনের পুরস্কার কোনো বর্তমান রাজনৈতিক নেতাকে দেয়া ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্বের স্পষ্ট লঙ্ঘন।'
সেখানে আরও বলা হয়েছে, 'ফিফা প্রেসিডেন্টের এককভাবে সংস্থার মিশন, কৌশলগত দিকনির্দেশনা, নীতি বা মূল্যবোধ নির্ধারণের ক্ষমতা নেই।'
এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি স্পোর্ট ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।
ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হওয়া জমকালো অনুষ্ঠানে ইনফান্তিনো ও ট্রাম্প পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্পকে বড় সোনালি ট্রফি, একটি মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন ইনফান্তিনো। তিনি বলেন, 'এটাই আমরা একজন নেতার কাছ থেকে চাই এবং আপনি সবসময় আমার সমর্থন পাবেন, মিস্টার প্রেসিডেন্ট।'
গত অক্টোবরে ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছিলেন ট্রাম্প 'নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।'
নভেম্বরে মায়ামির আমেরিকান বিজনেস ফোরামে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের সবার উচিত (যুক্তরাষ্ট্রে) ট্রাম্প যা করছেন তা সমর্থন করা, কারণ আমার মনে হয় বিষয়গুলো বেশ ভালোই চলছে।'
ফেয়ারস্কোয়ার আরও অভিযোগ করেছে যে জানুয়ারিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইনফান্তিনোর আমন্ত্রণ পাওয়ার পর ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও 'ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে সমর্থনের ইঙ্গিত দেয়।'
সংস্থাটির প্রোগ্রাম পরিচালক নিকোলাস ম্যাকগিহান বলেন, 'এই অভিযোগ শুধু ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডায় ইনফান্তিনোর সমর্থন নিয়ে নয়। এর চেয়েও বড় বিষয় হলো ফিফার অদ্ভুত প্রশাসনিক কাঠামো, যা ইনফান্তিনোকে সংগঠনের নিয়ম প্রকাশ্যে ভঙ্গ করতে এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বার্থবিরোধী ও বিপজ্জনক আচরণ করতে সুযোগ দিয়েছে।'