মানববন্ধন শেষে ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল বিসিবি কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। সেখানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নাজমূল আবেদীন ও পরিচালক ইফতেখার রহমানের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরেন।
ক্রিকেটারদের চার দফা দাবিতে কী কী আছে—
- ঢাকা লিগের জন্য অপরিবর্তনযোগ্য সূচি ঘোষণা; বিসিবি ও ক্লাবের মধ্যে চলমান দ্বন্দ্ব সমাধানে উদ্যোগ নেয়া
- খেলোয়াড়দের ক্যারিয়ার ও আর্থিক নিশ্চয়তা দেওয়ার মতো ঢাকা লিগের ভিত তৈরি
- ঢাকা প্রথম বিভাগ লিগে সব দল অংশ না নিলে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করা
- জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে ম্যাচ ফি এবং দৈনিক ভাতা বৃদ্ধি
বিসিবি সভাপতি বরাবর নিজেদের দাবি-দাওয়া সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের কথা খুব গুরুত্ব সহকারে শুনেছেন বিসিবি কর্তারা।
মূলত ঢাকা প্রথম বিভাগ লিগকে ঘিরে অনিশ্চয়তার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বিসিবির অধীনে কোনো ক্রীকেটীয় কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে ৪৫ ক্লাব। এই ৪৫ ক্লাবের মধ্যে ৮টি প্রথম বিভাগ লিগের ক্লাব। তবে আনুষ্ঠানিকভাবে সিসিডিএম ও বিসিবির কাছে কোনো আপত্তি না জানানোয় ওই ৮ ক্লাবকে ধরেই ঢাকা প্রথম বিভাগ লিগের সূচি ঘোষণা করেছে বিসিবি। তবে ক্লাবগুলোর কোনো কার্যক্রম এখনও চোখে না পড়ায় সূচি অনুযায়ী খেলা হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজ যখন আন্দোলন করছিলেন একদল ক্রিকেটাররা, তখন বিসিবির অ্যাকাডেমি ভবনের সামনে চলছিল ঢাকা প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন। ২০ দলকে সূচি ঘোষণা করা হলেও ট্রফি উন্মোচনে অংশ নিয়েছে ১২টি দল।