চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে জয়ের দারুণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। শেষ ওভারে ২১ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় ১৪ রানের ব্যবধানে হারল টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওভারের প্রথম বলেই দুই রান তুলে আশা জাগান সাকিব আল হাসান। পরের বলে ওয়াইড দেন আকিল হোসেইন। দ্বিতীয় বৈধ বল থেকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক পান রিশাদ হোসেন। কিন্তু চাপের মুহূর্তে তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। রিশাদের বিদায়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

শেষ তিন বলে প্রয়োজন ছিল ১৭ রান। সাকিব ও নাসুম আহমেদ চেষ্টা চালালেও ব্যর্থ হন দুজনেই। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ৮ উইকেটে ১৩৫ রানে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১৪৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান আসে শাই হোপের ব্যাট থেকে।বাংলাদেশের হয়ে বোলাররা নিয়মিত উইকেট তুললেও মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাটিংয়ে ছিল অনিয়মিততা। ফলে ম্যাচের শেষ ওভারে টাইগারদের হার নিশ্চিত হয়।

সিরিজের শেষ ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতা। সম্মান রক্ষার্থে সেখানে জয় চাইবে বাংলাদেশ।