সিরিজের প্রথম দুই ম্যাচে কেবল ৪০ রান করা জয়সওয়াল শেষ ম্যাচে পেলেন সেঞ্চুরির দেখা। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটও হাসল এদিন। আর বোলিংয়ে প্রসিধ কৃষ্ণা এবং কুলদীপ যাদবরা সেরেছেন বাকিটা। অনবদ্য দলীয় পারফরম্যান্সের দিনে ভারতও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে দাপট দেখিয়ে।

বিশাখাপটনমে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। প্রোটিয়াদের দেয়া ২৭১ রানের লক্ষ্য ৬২ বল হাতে রেখেই টপকে গেছে ভারত। এই জয়ে ৩ ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয়রা।

১২ ছক্কা ও ২ চারে ১২১ বলে ১১৬ রান করে অপরাজিত থেকে ম্যাচ সেরা হয়েছেন জয়সওয়াল। আর ২ সেঞ্চুরি এবং ১ ফিফটি করে সিরিজ সেরার পুরস্কার উঠেছে বিরাট কোহলির হাতে। টস জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ১০৬ রানে ভর করে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই রায়ান রিকেলটনের উইকেট হারালেও টেম্বা বাভুমা এবং ডি ককের ১১৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাভুমার বিদায়ের পর অন্য প্রান্তে কেউই তেমন হাল ধরতে পারেননি।

সেঞ্চুরি পূর্ণ করে ডি ককও থাকতে পারেননি বেশিক্ষণ। ফলে ইনিংসের এক পর্যায়ে যে স্কোরটা সাড়ে তিনশ'র দিকে এগোচ্ছিল, সেটা ২৭০ রানেই থেমে যায়। এমনকি ১৩টি বল খেলতেও পারেনি প্রোটিয়ারা। ৬৭ বলে ৪৮ রান করেছেন বাভুমা, ২৯ বলে ২৯ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। ৪টি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা এবং কুলদীপ যাদব। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই ১৫৫ রান তোলেন রোহিত এবং জয়সওয়াল। ব্যক্তিগত ৭৫ রানে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। এরপর কোহলি নেমে জয়সওয়ালকে নিয়ে ম্যাচ শেষ করেন। ৩ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৬৫ রান করেছেন কোহলি।