তালাতের নাম বিপিএলের নিলামের ড্রাফটে ছিল না। তাকে দলে ভেড়ানোর ঘোষণা রাজশাহী ফেসবুকে জানিয়েছে। এক স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘ডাইনামিক অলরাউন্ডার হুসাইন তালাতকে রাজশাহী ওয়ারিয়র্স পরিবারে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। চলুন একসঙ্গে মৌসুমটাকে স্মরণীয় করে তুলি।’

তালাত পাকিস্তানের টি-টোয়েন্টি দলে যাওয়া-আসার মধ্যে আছেন। ২০১৮ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২৩টি টি-২০ খেলেছেন তিনি, ওয়ানডে খেলেছেন ১০টি। দুই ফরম্যাটে ৬৫২ রান করেছেন, পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ৭টি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১২৫.১৯।

তালাতকে নিয়ে রাজশাহীতে বিদেশির সংখ্যা হলো ৪। নিলাম থেকে দল পেয়েছিলেন পেসার জাহানদাদ খান। তার পেছনে রাজশাহীর খরচ হয় ২০ হাজার ডলার। তাদের আরেক বিদেশি হলেন শ্রীলঙ্কার দুশান হেমন্ত। সব মিলিয়ে রাজশাহীর স্কোয়াডের আকার দাঁড়ালো ২০, সরাসরি চুক্তিতে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিমকে দলে নেয়ার পর নিলাম থেকে কেনে ১৩ জনকে।
রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াডস্থানীয়: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মন্ডল, জিশান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকি, শাকির এইচ শুভ্র, মুশফিকুর রহিম ও মোহাম্মদ রুবেল।
বিদেশি: সাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), দুশান হেমন্ত (শ্রীলঙ্কা), জাহানদাদ খান (পাকিস্তান) ও হুসাইন তালাত (পাকিস্তান)।