২ মাসের জন্য ছিটকে যেতে পারেন দলটির ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

চোট পিছু ছাড়ছে না ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে কিছুদিন আগে ফেরা রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার ঊরুর পেশিতে চোট পেয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, এই চোট কাটিয়ে ফিরতে দুই মাসের মতো সময় লাগতে পারে ২৭ বছর বয়সী ইংলিশ ফুটবলারের।

লা লিগার ম‍্যাচে খেলার সময় বুধবার চোট পান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ ব‍্যবধানে জয়ের পথে কিলিয়ান এমবাপের করা প্রথম গোলে অবদান রাখেন তিনি। গত গ্রীষ্মের দলবদলে লিভারপুল ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর যা তার প্রথম কোনো গোলে অবদান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পায়ে অস্বস্তি অনুভব করেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। চিকিৎসকরা মাঠেই কিছুক্ষণ চেষ্টা করেন তাকে সারিয়ে তোলার। পরে ৫৫তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

পরদিন রেয়াল মাদ্রিদ বিবৃতি দিয়ে জানায়, বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন এই রাইট-ব্যাক। তাকে এখন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।

যদি ২ মাসের জন্য ছিটকে যান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, তাহলে অনেকগুলো ম্যাচে তাকে পাবে রেয়াল মাদ্রিদ। চলতি মাসে লিগে এখনও তিনটি ম্যাচ খেলবে তারা। জানুয়ারিতে আছে আরও তিনটি লিগ ম্যাচ। এছাড়া দুই মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে তিনটি ম্যাচ আছে তাদের। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে লড়বে দলটি।

রেয়ালে যোগ দিয়ে কয়েক ম্যাচ খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। সেই সমস্যা কাটিয়ে গত মাসের শুরুতে মাঠে ফেরেন তিনি। ছয়টি ম্যাচে মাঠে নামার পর ফেট চোট পেলেন তিনি।

রেয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। সবশেষ চার ম্যাচেই ছিলেন তিনি শুরুর একাদশে।