লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার দুর্দান্ত সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। টানা তৃতীয় ম্যাচে ড্র করে মাঠ ছাড়তে হলো তাদের। রোববার রাতে জিরোনার মাঠে ১-১ সমতা নিয়ে ম্যাচ শেষ করে লস ব্লাঙ্কোসরা।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারী রিয়ালের দখলে। ৬০ শতাংশের বেশি বল পায়ে রেখে প্রতিপক্ষের বক্সে আক্রমণ শানালেও শেষ পর্যন্ত গোলের দেখা মিলছিল না। পুরো ম্যাচে রিয়াল ২৫টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র চারটি। বিপরীতে অবনমন অঞ্চলে থাকা জিরোনা ১০টি শটে চারটি লক্ষ্যভেদ করে রিয়াল রক্ষণভাগকে বারবার বিব্রত করেছে।

প্রথমার্ধে রিয়ালের আক্রমণভাগ বেশ ছন্নছাড়া ছিল। ২৬ মিনিটে জিরোনার প্রথম শট থিবো কোর্তোয়া ঠেকালেও, রিয়াল নিজেদের গুছিয়ে নিতে পারছিল না। ৩৯ মিনিটে এমবাপে গোলের দেখা পেলেও ভিএআরের পর হ্যান্ডবলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। কয়েক মিনিট পরই ম্যাচের মোড় ঘুরে যায়। ৪৫ মিনিটে অ্যাজেডিন ঔনাহির দুর্দান্ত শটে জিরোনা ১-০ তে এগিয়ে যায়।

বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল জিরোনা। ৫৭ মিনিটে একক প্রচেষ্টায় নেওয়া শট প্রতিহত করেন কোর্তোয়া। অন্যদিকে রিয়ালের আক্রমণে বারবার হতাশ হন মিলিটাও ও ভিনিসিয়ুস। ৬১ মিনিটে ভিনিসিয়ুসের শট জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। অবশেষে ৬৭ মিনিটে ব্রাজিলিয়ানের জেতানো পেনাল্টি থেকে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। এ নিয়ে চলতি লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৪—যা বর্তমান সর্বোচ্চ।

শেষ পর্যন্ত রিয়াল জয়ের জন্য মরিয়া হলেও আর গোল পায়নি। ফলে ১৪ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে ১৮ নম্বরে থাকা জিরোনার সংগ্রহ ১২ পয়েন্ট।