একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা—এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা খেলার বিপক্ষে নই, কিন্তু সবকিছুর একটা সীমা আছে। এম নাজমুল ইসলামের মন্তব্যে ক্রিকেটারসহ বিভিন্ন সেক্টর অপমানিত হয়েছে। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। দাবি মানা হলে আমরা অবশ্যই খেলতে চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও একই সুরে কথা বলেন। তিনি বলেন, “সবাই খেলার জন্য প্রস্তুত। কেউ খেলাবিরোধী নয়, তবে আমাদের দাবি মেনে নিতে হবে।”

তবে এ বিষয়ে এখনো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়। পরিস্থিতি নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।