দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়াকে ক্রিকেট বিশ্বের জন্য দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন। ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার পর বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডের নাম অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন প্রোটিয়া এই তারকা।

সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ৩৬০ শো’-তে ভিডিও বার্তায় বলেন, “আমি কোনো পক্ষের সঙ্গে নেই। এটি রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়। আমার কাছে পর্যাপ্ত তথ্যও নেই, তাই কোনো মন্তব্য করার মতো প্রমাণ বা তথ্য আমার হাতে নেই। তবে যেটা বলা যায়, এটি দুঃখজনক। টুর্নামেন্ট থেকে নিজেদের সরানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ডি ভিলিয়ার্স আরও যোগ করেন, “ক্রিকেটে রাজনীতির প্রভাব পড়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হওয়া সত্যিই হতাশাজনক। যারা এই সিদ্ধান্ত নিচ্ছে, তাদের উচিত বিষয়টি সমাধান করা। এমন ঘটনা কখনও ঘটতে পারে না।” তিনি বলেন, “এটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র ক্রিকেট বিশ্বকেই প্রভাবিত করছে। আমরা আশা করি ভবিষ্যতে খেলাধুলা রাজনীতির চাপে না পড়ে সুষ্ঠুভাবে আয়োজন হবে।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবি জানিয়েছিল। নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত থেকে বিশ্বকাপ সরানোর অনুরোধ করলেও আইসিসি রাজি হয়নি। এরপর বাংলাদেশের স্থানে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

বিশ্বকাপ বঞ্চনার এই ঘটনার ফলে আন্তর্জাতিক ক্রিকেট মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডি ভিলিয়ার্সের মত প্রকাশ এই বিতর্ককে আরও গুরুত্ব দিয়েছে, যেখানে খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে—রাজনীতি ক্রিকেটের স্বাভাবিক ধারাকে প্রভাবিত করতে পারবে না।