টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অবস্থান এখনো স্পষ্ট নয়। বাংলাদেশ গ্রুপ থেকে বাদ পড়ায় ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের জায়গা হয়েছে। পিসিবি প্রধান মহসিন নাকভি ইতোমধ্যে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেছেন। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। যদিও পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করার পরিকল্পনা করছে না, ভারতের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণে শর্তাধীন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রথম দুই গ্রুপ ম্যাচ হবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যদি এই ম্যাচগুলো জিতে যায়, তাহলে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। গ্রুপের শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। প্রথম দুই ম্যাচ জয়লাভের পর ভারত ম্যাচ না খেললেও গ্রুপ পর্ব পেরোতে সমস্যা হবে না।

এক সূত্র জানিয়েছে, “প্রথম দুই ম্যাচ জিতলে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।” এছাড়া বাংলাদেশের বাদ পড়ার পর বিশ্বকাপ চলাকালে প্রতিবাদ জানানোর জন্য আইসিসিকে পিসিবি লিখিত চিঠি দেবে।

তবে পাকিস্তান পুরোপুরি বিশ্বকাপ বয়কট করলে আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি হতে পারে। পিসিবির আইনজীবীরা সতর্ক করেছেন, ভারতের সঙ্গে ম্যাচ এড়িয়ে গেলে সম্প্রচার ও অন্যান্য চুক্তি লঙ্ঘনের ঝুঁকি রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান শেষ পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী সীমিত অংশগ্রহণ করবে। প্রথম দুটি ম্যাচ জয়ের পরই ভারত ম্যাচে অংশগ্রহণ বা এড়িয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।