শততম টেস্টে সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসে এমন অর্জন খুব কম খেলোয়াড়ই উপভোগ করতে পেরেছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও নতুন অধ্যায় যুক্ত হলো, কারণ নিজের শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিতে এই বিরল কীর্তি ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এই কীর্তির জন্ম দেন তিনি। আগেরদিন ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক বৃহস্পতিবার সকালে মাঠে নেমেই পূর্ণ করেন কাঙ্ক্ষিত তিন অঙ্ক।
এর মধ্য দিয়ে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন এবং টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও (১৩টি) সাবেক অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে উঠে এলেন শীর্ষে। শুধু তাই নয়, বিশ্ব ক্রিকেটে মাত্র ১১ জন ক্রিকেটার এই মাইলফলক ম্যাচে সেঞ্চুরির দুর্লভ অর্জন করেছেন মুশফিক সেই তালিকার ১১তম নাম।
দ্বিতীয় ওভারেই মাত্র এক রানের দেখায় ম্যাচটিকে আরও স্মরণীয় করে তুলেন ৩৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেট ইতিহাসে উইকেটকিপারদের মধ্যে ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন মাত্র আটজন; সেই তালিকাতেও জায়গা করে নেওয়ায় আরও বিশেষ হয়ে উঠেছে তার মাইলফলকটি।
শততম টেস্টে সেঞ্চুরি করা কিংবদন্তিদের তালিকায় আছেন
ইংল্যান্ডের কলিন কাউড্রি (১০৪), পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ (১৪৫), ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ (১৪৯), ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট (১০৫), পাকিস্তানের ইনজামাম–উল–হক (১৮৪), অস্ট্রেলিয়ার *রিকি পন্টিং (১২০, ১৪৩)*, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (১৩১) ও হাশিম আমলা (১৩৪), ইংল্যান্ডের জো রুট (২১৮) এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২০০)।
এই তালিকার সর্বশেষ দুই ব্যাটার রুট ও ওয়ার্নার শততম টেস্টে করেছিলেন ডাবল সেঞ্চুরি। মুশফিকও চাইলে সেই এলিট কৃতিত্বে নাম লেখাতে পারেন, কারণ তার সামনে এখনও রয়েছে আরেকটি ইনিংস।
যদি তিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করতে পারেন, তাহলে ছুঁতে পারবেন রিকি পন্টিং-এর রেকর্ড ইতিহাসে একমাত্র ক্রিকেটার, যিনি শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন।