বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে টুর্নামেন্ট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বিপিএলের টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার পরিবর্তে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেট সংগঠক মিনহাজুল আবেদিন নান্নুকে। বিসিবি মনে করছে, নান্নুর সংযুক্তিতে টুর্নামেন্টের টেকনিক্যাল কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাবিবুল বাশার সুমন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করায় টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। স্বার্থের সংঘাত এড়াতেই তার এই পদত্যাগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তার জায়গায় দায়িত্ব পাওয়া মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ার পাশাপাশি দীর্ঘদিন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট এবং খেলোয়াড় নির্বাচন—সব ক্ষেত্রেই তার অভিজ্ঞতা বিপিএলের মতো বড় আসরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে বিপিএলের দ্বাদশ আসরের টেকনিক্যাল কমিটির কাঠামো দাঁড়িয়েছে এমন—আহ্বায়ক হিসেবে আছেন এএসএম রকিবুল হাসান। পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন ইফতেখার রহমান মিঠু। আর সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদিন নান্নু ও অভি আবদুল্লাহ আল নোমান।

উল্লেখ্য, বিপিএলের এই আসর শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ মাঠে গড়াবে—বিকেলে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স, আর সন্ধ্যায় নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে এমন প্রশাসনিক রদবদল বিপিএলকে আরও পেশাদারভাবে পরিচালনায় সহায়ক হবে বলে আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।