বিপিএল শুরু হওয়ার আগমুহূর্তেই চরম বিশৃঙ্খলার মুখে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগ তুলে দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের দলীয় অনুশীলন ছেড়ে সিলেট ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলাকালেই ক্ষোভ প্রকাশ করে তারা মাঠ ছাড়েন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুশীলন শেষে সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন সুজন ও তালহা। পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। বিমানের টিকিটও কেটে ফেলেছেন বলে নিশ্চিত করেছেন তালহা জুবায়ের।

তালহা বলেন, কোচ হওয়া সত্ত্বেও দলের কোনো বিষয়েই তাদের কিছু জানানো হয় না। অনুশীলনের জন্য প্রয়োজনীয় বল, স্ট্যাম্পসহ ন্যূনতম সরঞ্জাম পর্যন্ত দেওয়া হয়নি। ঢাকায় থাকাকালীন সময়েও খেলোয়াড়দের কাছ থেকে বল নিয়ে অনুশীলন করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার অনুশীলনে মাত্র তিনটি বল আনা হয়, অন্য কোনো সরঞ্জামই ছিল না। এমন পরিস্থিতিতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানান তিনি। পাশাপাশি এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক বা ডে-এলাউন্স না পাওয়ার কথাও উল্লেখ করেন তালহা।

নোয়াখালী এক্সপ্রেসের কোচদের দাবি, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সবকিছু নিজেরা নিয়ন্ত্রণ করছে, অথচ কোচদের হাতে কোনো দায়িত্ব বা সুযোগ দিচ্ছে না। এতে সম্মানহানি হচ্ছে উল্লেখ করে তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে। সন্ধ্যার ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালসের। তবে আসর শুরুর আগেই নোয়াখালীর এই সংকট নতুন করে আলোচনা তৈরি করেছে।