ঢাকায় আয়োজিত ত্রিদেশীয় ফুটবল সিরিজের প্রথম দিনেই দারুণ বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে লাল-সবুজ রাইজিং স্টার দল। ব্রাজিলের সাও বার্নান্দো ক্লাবের বিপক্ষে বাংলাদেশকে মোকাবিলা করতে গিয়ে ৪–০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। লাতিন বাংলা নামের এক সংগঠন আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের বয়সভিত্তিক দল নিয়ে এ সিরিজ আয়োজন করছে।

টুর্নামেন্ট শুরুর আগে আয়োজকেরা জানিয়েছিলেন—ব্রাজিল থেকে বয়সভিত্তিক ফুটবলাররা অংশ নিতে আসবেন। কিন্তু মাঠের বাস্তবতায় দেখা গেছে ভিন্ন চিত্র। খেলার গতি, শারীরিক সক্ষমতা ও স্কিলে সাও বার্নান্দোর ফুটবলাররা বাংলাদেশের তরুণদের স্পষ্টভাবে ছাপিয়ে যান। দুই অর্ধে দুটি করে মোট চারটি গোল হজম করতে হয় রাইজিং স্টারদের।

এএফসি অনূর্ধ্ব–১৭ বাছাইপর্বে অংশ নেওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কয়েকজন প্রবাসী ফুটবলারকে যুক্ত করে গড়া হয়েছে লাল-সবুজ রাইজিং স্টার দল। আলোচিত তরুণ বিতশোক চাকমা ও ক্যাসপার হকও রয়েছেন এ দলে। আজ বিতশোক শুরু থেকেই খেললেও ম্যাচে খুব একটা প্রভাব রাখতে পারেননি। বাফুফে দলটি গঠন করলেও পুরো ইভেন্ট আয়োজনের দায়িত্ব ছিল এককভাবে লাতিন বাংলার উপর; ফলে মাঠ ব্যবস্থাপনা ও পরিচালনায় নানা বিশৃঙ্খলা চোখে পড়ে।

খেলার সময় প্রতিটি গোলের পর ব্রাজিলিয়ান ফুটবলারদের উৎসব ছিল চোখে পড়ার মতো। গোল উদ্‌যাপনে তারা গ্যালারির সামনে ছুটে গিয়ে দর্শকের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। তবে উচ্চমূল্যের টিকিট অনেক দর্শককে নিরুৎসাহিত করেছে। আয়োজকেরা গ্যালারি টিকিটের মূল্য নির্ধারণ করেছিলেন এক হাজার টাকা। এর ফলে পশ্চিম গ্যালারি প্রায় খালি থাকলেও পূর্ব গ্যালারির কয়েক হাজার দর্শকই ঢাকঢোল বাজিয়ে পরিবেশটিকে প্রাণবন্ত রাখেন।

আগামী ম্যাচে ৮ ডিসেম্বর রাইজিং স্টাররা মুখোমুখি হবে আর্জেন্টিনার এক নিম্নস্তরের ক্লাবের সঙ্গে। ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজ শেষ হবে। ওইদিন মাঠে উপস্থিত থাকার কথা ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টিনার সাবেক তারকা ক্লদিও ক্যানিজিয়ার।