পাকিস্তানকে ছাড়াই ভারতের রাচিতে চলমান সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আজ নারী ও পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কোনো অ্যাথলেটই পদক জিততে পারেননি।

বাংলাদেশের ঘরোয়া পর্যায়ের দ্রুততম মানবী শিরিন আক্তারের আন্তর্জাতিক পারফরম্যান্স এবারও সফল হয়নি। নারী ১০০ মিটার হিটে দৌড় শুরুর কয়েক মিটার পরই তিনি ট্র্যাক ছেড়ে দেন। জাতীয় অ্যাথলেটিক্সে সম্প্রতি শিরিনকে হারিয়ে সুমাইয়া দেওয়ান দ্রুততম মানবী হিসেবে উঠে আসেন। সুমাইয়া হিট পেরিয়ে ফাইনালে উঠে ১২.৩৫ সেকেন্ডে আট জনের মধ্যে ষষ্ঠ হন। ব্রোঞ্জ জেতা ভারতের শিভাকিকের টাইমিং ছিল ১১.৭৮ সেকেন্ড।

পুরুষ ১০০ মিটার ফাইনালে বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল ও স্প্রিন্টার মোতালেব অংশ নেন। উভয়ের টাইমিং সমান, ১০.৮৪ সেকেন্ড হলেও মোতালেব পঞ্চম ও ইসমাইল ষষ্ঠ হন। ব্রোঞ্জ জেতা ভারতের হারষ রাওতের টাইমিং ছিল ১০.৪২ সেকেন্ড।

জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী হওয়া স্প্রিন্টাররাও সাফ অ্যাথলেটিক্সে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলাতে পারেননি, যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের চ্যালেঞ্জ তুলে ধরে।