আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের চলমান ম্যাচে দুর্দান্ত সূচনা করলেও পরপর ক্যাচ মিসে ছন্দ হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম কয়েক ওভারে দুই গুরুত্বপূর্ণ ফিল্ডার—তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

ম্যাচের শুরুতেই নাহিদ রানা ইনিংসের চতুর্থ বলেই আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে সাজঘরে ফেরান। এক ঝলকে উজ্জ্বল হয়ে ওঠে বাংলাদেশের বোলিং আক্রমণ। কিন্তু এরপরই শুরু হয় ক্যাচ মিসের হাট।

চতুর্থ ওভারে স্টার্লিংয়ের ক্যাচ ফসকে যায় দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করা সাদমান ইসলামের হাত থেকে। রানা’র বলে ব্যাট ছুঁয়ে বলটি তার দিকে গেলেও সাদমান সেটি তালুবন্দি করতে ব্যর্থ হন।

পঞ্চম ওভারে দুর্ভাগ্য পিছু নেয় আবারও। হাসান মাহমুদের বলে ক্যাড কারমাইকেলের পুল শট স্কয়ার লেগে পৌঁছায়। নিচু হয়ে ধরতে গেলে বলটি তাইজুল ইসলামের হাত ফসকে যায়, সঙ্গে কেটে যায় তার ডান হাতের আঙুল। রক্তপাত হওয়ায় মাঠ ছাড়তে হয় এই বাঁহাতি স্পিনারকে।

এরপর ষষ্ঠ ওভারে আরও এক সুযোগ হারায় বাংলাদেশ। নাহিদ রানার বলে গালিতে খেলেন স্টার্লিং, সেখানে ডাইভ দিয়ে ক্যাচ নিতে যান মিরাজ, কিন্তু বলটি ধরতে পারেননি। সেই সঙ্গে চোট পেয়ে তাকেও মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশের ফিল্ডিং কোচ ও টিম ফিজিও মাঠে গিয়ে দুই ক্রিকেটারের অবস্থা পর্যবেক্ষণ করেন। দলের বাকি সদস্যরা ফিল্ডিং সামলাচ্ছেন একজন শর্ট ফিল্ডার কম নিয়ে।

ক্যাচ মিসে শুরুটা ক্ষীণ হয়ে এলেও বোলাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধারাবাহিকতা ফিরিয়ে আনতে। ম্যাচের মধ্যেই তাইজুল ও মিরাজের ফিটনেস রিপোর্ট জানানো হবে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।