বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্বে নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন মোহাম্মদ মিঠুন। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব করতে যাওয়া এই ব্যাটারকে নিয়ে প্রশ্ন উঠেছে—তিনি কি আন্ডাররেটেড অধিনায়ক? এমন প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন মিঠুন।
বুধবার (২৪ ডিসেম্বর) সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, আন্ডাররেটেড তকমাটি মূলত গণমাধ্যম থেকেই আসে। তার ভাষায়, “আন্ডাররেটেড যেটা বললেন, সেটা তো আপনাদের মাধ্যমেই হয়। এটা তো আর আমি নিজে বলতে পারব না যে আমি কেমন অধিনায়কত্ব করি। আমি যখন যেখানে দায়িত্ব পাই, সেখানে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি। আমার লক্ষ্য থাকে দলের সবার কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনা।”
ঢাকা ক্যাপিটালসকে একটি ভারসাম্যপূর্ণ দল হিসেবে উল্লেখ করে মিঠুন বলেন, এই দলের সবচেয়ে বড় শক্তি অভিজ্ঞতা। তিনি বলেন, “অনেকে মনে করেন টি-টোয়েন্টি তরুণদের খেলা। কিন্তু আমি মনে করি এটি অভিজ্ঞ খেলোয়াড়দের খেলা। অভিজ্ঞতা মানে শুধু বয়স নয়, বরং অনেক ম্যাচ খেলা ও ভিন্ন ভিন্ন পরিস্থিতি সামলানোর সক্ষমতা।”
দলের অভিজ্ঞ ক্রিকেটারদের প্রশংসা করে অধিনায়ক মিঠুন আরও বলেন, “আমাদের দলে অনেক পরিণত খেলোয়াড় আছেন, যারা নিজেদের ভূমিকা ভালোভাবে জানেন। এতে অধিনায়ক হিসেবে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যায়।”
সব মিলিয়ে, আন্ডাররেটেড কি না—সে বিতর্কে না গিয়ে মিঠুন জানালেন, দলের পারফরম্যান্স ও ফলই তার নেতৃত্বের আসল মূল্যায়ন করবে।