ওয়ানডে ফরম্যাটে একসময় বিশ্বে অন্যতম প্রতিদ্বন্দ্বী দল ছিল বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক টানা হারের ফলে র‍্যাংকিংয়ে এখন দলটি দশ নম্বরে নেমে এসেছে। ফলে ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

আইসিসির নিয়ম অনুযায়ী, সেরা আট দল ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া সরাসরি অংশ নেবে। দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটে থাকে, তবে নবম দলও পাবে সরাসরি খেলার সুযোগ।

বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬, নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮০। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশ নবম স্থানে উঠে যাবে। তবে ক্যারিবিয়ানদের সামনে আরও ম্যাচ থাকায় এই লড়াই শেষ পর্যন্ত টানটানই থাকবে।

অর্থাৎ, সরাসরি বিশ্বকাপে খেলতে হলে এই সিরিজেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। অন্যথায় আবারও বাছাইপর্বে যেতে হতে পারে টাইগারদের।