বাংলাদেশের দাবা অঙ্গনে আবারও নিজের শক্ত অবস্থান জানান দিল তিতাস ক্লাব। চলতি বছরের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এক রাউন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। নয় খেলায় ১৮ পয়েন্ট নিয়ে তারা শিরোপা নিশ্চিত করেছে। ১০ ম্যাচ শেষে সমান ১৮ পয়েন্ট থাকা সত্ত্বেও গেম পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

দাবায় তিতাস ক্লাবের ইতিহাস দীর্ঘদিনের। ১৯৯৭ সালে লিগে যাত্রা শুরুর পর ২০০০ সালে প্রথম বিভাগে তাদের প্রথম বড় শিরোপা আসে। দীর্ঘ সময় শীর্ষ লিগ না থাকায় প্রথম বিভাগই ছিল সর্বোচ্চ প্রতিযোগিতা। এ বছর মে মাসে প্রায় ২৪ বছর পর আবারও শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয় তিতাস। মাত্র ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তারা শিরোপা ধরে রাখল—যা ক্লাবটির ধারাবাহিকতা ও শক্তির প্রমাণ।

চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তিতাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ নৌবাহিনী। তাদের হারানোই ছিল শিরোপা নিশ্চিতের মূল চাবিকাঠি। আজ দশম রাউন্ডে বাংলাদেশ পুলিশ চেস ক্লাবকে ৩.৫-০.৫ গেম পয়েন্টে হারিয়েই এক রাউন্ড আগেই শিরোপা নিশ্চিত করে তিতাস।

এই ম্যাচে তিতাসের হয়ে জয়ে অবদান রাখেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। তারা জয়ী হন যথাক্রমে আইএম আবু সুফিয়ান শাকিল, ভারতের বিভর আদাক এবং এফএম নাইম হকের বিপক্ষে। তাশরিক সায়হান শান ড্র করেন মিশরীয় গ্র্যান্ডমাস্টার ফওজি আদমের সঙ্গে।

৯ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ চেস ক্লাব আছে তৃতীয় স্থানে। ১২ পয়েন্ট পাওয়া লিওনাইন চেস ক্লাব অবস্থান করছে চতুর্থ স্থানে। মানহা’স ক্যাসেল ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৯ পয়েন্ট নিয়ে যৌথভাবে পঞ্চম অবস্থানে।

আজকের আরও ম্যাচে নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে হারায়। লিওনাইন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে পরাজিত করে স্পোর্টস বাংলাকে। মানহা’স ক্যাসেল ৩-১ গেম পয়েন্টে জেতে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের বিপক্ষে।

আগামীকাল শেষ রাউন্ডের ম্যাচ বাকি থাকলেও গেম পয়েন্টে এগিয়ে থাকায় তিতাসই থাকবে শীর্ষে—যা তাদের দ্বৈত সাফল্যের সবচেয়ে বড় স্বীকৃতি।